তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) পৌনে ১১টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর বেলপুকুর থেকে তিতুমীর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।
এর আগে সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে। ৬টা ৪০ মিনিটে বেলপুকুর রেলগেটে পৌঁছালে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।
রেল বিভাগ জানায়, ১১টা বগি নিয়ে ট্রেনটি যাত্রা করে সকালে। পথে বেলপুকুর এলাকায় পৌঁছালে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। এর পরে ট্রেনটি থেমে যায়। এতে সারাদেশের সঙ্গে রাজশাহী জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে চার ঘণ্টা পর ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
পাকশী রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল ট্রান্সপোর্ট ম্যানেজার হাসিনা খাতুন জানান, কেন বগি লাইনচ্যুত হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।