চট্টগ্রাম এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশনের উদ্যোগে ১০ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলীম’র সঞ্চালনায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভে বিগত ২৬ নভেম্বর ২০২৪ইং চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখের রাস্তায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফ’কে ইস্কন সংগঠনের সন্ত্রাসী সদস্যরা নৃশংসভাবে হত্যা করায় এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
উক্ত শোক প্রস্তাবে বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মোনাজাত ও তাঁর পরিবারবর্গসহ আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। এছাড়া উপস্থিত সদস্যগণ এসোসিয়েশনের ইতিপূর্বে সংঘটিত ঘটনাসহ বিশেষ সাধারণ সভার আলোচ্যসূচী সমূহের উপর সার্বিক বিষয়ে আলোচনা করেন। আলোচনার প্রেক্ষিতে এসোসিয়েশনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম পূর্বের ধারাবাহিকতায় নতুনভাবে পরিচালনা করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।