হযরত শাহ সুফি আলি রজা কানু শাহ (রা.)’র বার্ষিক ওরশের প্রস্তুতি সভা

আগামী ১৪ জানুয়ারি ২০২৫ইং আনোয়ারা আলীনগরস্থ হযরত আলি রজা কানু শাহ (রা.)’র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতিময় দেশ। হাজার বছরের ঐতিহ্যে, শাশ্বত সংস্কৃতিতে প্রখ্যাত অলিয়ে কামেলদের অবদান অনস্বীকার্য। ইসলাম ধর্মের প্রচার-প্রসারেও আউলিয়াগনের ভূমিকা অনন্য।

এতদঞ্চলের একজন অলিয়ে কামেল, বেলায়তের সম্রাট, পাঁচ তরিকার পীর, শ্রেষ্ঠ সাধক, মহাকবি, কুতুবে মখতুব, শাহীন শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রা.) একদিকে ইসলামের সুনিপুণ প্রসার অন্যদিকে সম্প্রীতির আবহ সৃষ্টিতে রেখেছেন অসাধারণ ভূমিকা। আগামী ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফে শাহ ছুফি হযরত কানু শাহ (র:)’র নির্দেশিত বিষু এবং বার্ষিক ওরশ মোবারক ছদারত করবেন বড়মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি ইলিয়াছ রজা মঃজিঃআঃ। বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া। পবিত্র ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা. রক্তদান কর্মসুচি.ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবরুক বিতরনসহ তিনদিন ব্যাপী বিবিধ কর্মসূচি রয়েছে। উপস্থিত ওরশের সার্বিক প্রস্তুতি নিয়ে দরবার শরীফের ভক্তবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে মাজার সমূহের নিরাপত্তা দাবি জানিয়ে যারা মাজারে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানানে হয়।