কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারে নিখোঁজের আট ঘণ্টা পরে আল মুহাম্মদ হক আহাদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শহরের কলাতলী ১২ নম্বর ওয়ার্ডের ডিসি পাহাড় এলাকার নিজ বাড়ির কাছেই একটি খালি প্লটে তার লাশ পাওয়া যায়।

আহাদ শহরের কলাতলী ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

প্রতিবেশী সুলতান মাসুদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে আহাদ নিখোঁজ হয়। তারপর থেকে বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ২টার দিকে বাড়ির পাশে দেয়াল দিয়ে ঘেরা একটি খালি প্লটে তার লাশ পাওয়া যায়। পরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইলিয়াছ খান বলেন, ‘লাশ হাসপাতালে রয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।