আস-সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৭ জানুয়ারী) সকালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১শ’ ২০ জন শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। এসময় পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান, সুইডিশ মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান, মাদ্রাসা শিক্ষক হাফেজ জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অসহায় লোকজন শীতবস্ত্র পেয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে।