কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে মিনেরার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ থেকে অনেক দুর্বল দল হওয়ায় মিনেরার বিপক্ষে নিয়মিত একাদশের অনেককেই রাখা হয়নি। তবুও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আনচেলত্তির দল।
স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরের ক্লাবটির সঙ্গে প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় রিয়াল। পঞ্চম মিনিটে ভালভার্দে রিয়ালকে প্রথম গোল এনে দেন। দিয়াসের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হয় মিনেরার ডিফেন্ডার। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভালভার্দে।
১৩তম মিনিটে কামাভিঙ্গা রিয়ালের লিড দ্বিগুণ করেন। প্রথমে কামাভিঙ্গার শট ঠেকিয়ে দেন মিনেরার গোলরক্ষক। বল চলে যায় ফ্রান গার্সিয়ার কাছে। সেই বল আবারও কামাভিঙ্গার কাছে দিলে জালের দেখা পান ফরাসি এই মিডফিল্ডার। ২৮তম মিনিটে ভালভার্দের পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন গুলের।
দ্বিতীয় হাফে আবারও আক্রমণের পসরা সাজায় রিয়াল। ৫৫তম মিনিটে রিয়ালের চতুর্থ গোল আসে মদ্রিচের পা থেকে। আর ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন গুলের। গার্সিয়ার নিখুঁত ক্রসে টোকা দেন তুর্কি তারকা। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।