দেশের অন্যতম আধ্যাত্নিক ও ধর্মীয় সংস্থা আনজুমান-এ- রহমানির আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চন্দনাইশ পাঠানদন্ডী তাহেরীয়া সাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সরকারী বিধি মোতাবেক সুপারিন্টনডেন্ট পদে নিবার্চিত হওয়ায় ৬ জানুয়ারি সোমবার মাদ্রাসা অফিসে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-দা’ওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মুহাম্মদ মোর্শেদুল হক কে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহকারী প্রচার সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী।
এসময় উপস্থিত ছিলেন পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ নাসির উদ্দীন, মাওলানা তাওহীদুল মোস্তফা, মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, বরকল ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমান, মাদ্রসার সাবেক সদস্য আজিজুর রহমান, ব্যবসায়ী মাহির উদ্দীন, মোহাম্মদ জাবেদ, এতিম ও হেফজখানার শিক্ষক মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। নেত্ববৃন্দরা তার সু-দক্ষ পরিচালনায় আগের তুলনায় আরো বেশি মাদ্রাসার শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আসবে বলে আশাব্যক্ত করেন এবং সকল ভেদাভেদ ভুলে হুজুর কেবলা’র প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য এলাকা বাসীর প্রতি আহবান।
বাড়ি প্রতিষ্ঠান ও সংগঠন পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার হলেন মোর্শেদুল হক