ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস এণ্ড জার্টিস (আইপিএসপিজে) এশিয়ার বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশের পিতৃ মাতৃহীন অনেক অনাথ বিভিন্ন অসহায় অবস্থায় দিনাতীপাত করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসকল অনাথ শিশুদের চট্টগ্রাম বিভাগের আশ্রয়স্থল পরিদর্শন করে স্পষ্ট প্রতীয়মান হয়েছে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও এখনও পর্যন্ত অসহায়, দরিদ্র, অনাথ শিশুদের জন্য পর্যাপ্ত বরাদ্দ অপ্রতুল।
চট্টগ্রাম বিভাগের অপরাজেয় বাংলাদেশের কার্যক্রম গত ৬ বছর ধরে বিভিন্নভাবে বাধাগ্রস্থ হয়েছে। যার কারণে অনাথ শিশুদের বেঁড়ে উঠা, স্বাস্থ্য কার্যক্রম এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুরক্ষা হচ্ছে না। তাই সরকারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিত্তবানদের চিত্ত প্রসারিত করে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গতকাল অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের নগরীর সেল্টার সেল কার্যালয় পরিদর্শন করতে গিয়ে শিশুদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক ও ইনচার্জ জিন্নাত আরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সমাজ সেবক গিয়াস উদ্দিন চৌধুরী, সেল্টার সেলের শিক্ষিকা চুমকি দত্ত, শাহীনুর বেগম, তোফাতুল জান্নাত, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
মাসুম আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং মানবাধিকার সংগঠনগুলো চট্টগ্রাম বিভাগের সেল্টার সেলের সুবিধাবঞ্চিত শিশুদের এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে মানবতার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।