মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম রি-ইউনিয়নের ব্যাপক প্রস্তুতি চলছে।
রি-ইউনিয়নকে কেন্দ্র করে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১০-১১ জানুয়ারী-২০২৫ তারিখ পর্যন্ত দুই দিনব্যাপী আয়োজন করছে বর্ণাঢ্য আয়োজন। ইতিমধ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চলছে সভা মঞ্চ তৈরির ব্যাপক প্রস্তুতি। রি-ইউনিয়ন উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল খান সুমন ও সদস্য সচিব মো.শাহাদাত হোসেন চৌধুরী রিপন জানান, ৪০ বছর রুবী জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পন্ন করেছি।
সকলের সহযোগিতা নিয়ে আগামী ১০-১১জানুয়ারী দুই দিনব্যাপী এই কার্যক্রম চলবে। এরমধ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীরা মিলে আনন্দ র্যালী, শপথ, এসেম্বলি, শৈশবে ফিরে যাওয়া, আলোচনা সভা, স্মৃতিচারণ, শিক্ষকদের সম্মাননা, ব্যান্ড, বাউল শিল্পীদের গান, লাকী কুপন ড্র, পুরস্কার বিতরণ, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার কথা উল্লেখ করেন। উল্লেখ্য, উপজেলার কাপ্তাই ইউনিয়নের হ্রদ সংলগ্ন এলাকায় ১৯৮১ সালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়।