কাপ্তাই পাহাড়ী এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন পাঁচ ইউনিয়নের বিভিন্ন পাহাড়ী অঞ্চলে বসবাসরত অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গত রোববার (৫ জানুয়ারী)। এসময় কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বাসিন্দা ও ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। একইদিন রাইখালী ইউনিয়নেও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ১হাজার ৩শ ৫০টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে। এরমধ্যে ১হাজার ১শ’টি কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। এছাড়া তিনি ব্যক্তিগত উদ্যোগেও কাপ্তাইয়ের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

ইউএনও জিসান বিন মাজেদ আরও বলেন, সারা দেশের বিভিন্ন এলাকার ন্যায় কাপ্তাইয়ে শীত জেঁকে বসেছে। উপজেলার পাহাড়ি অঞ্চলে শীতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র গুলো বিতরণ করতে পেরে অনেক ভালো লাগছে।
এসময় তিনি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।