‘সারাদেশের প্রেসক্লাবগুলোকে এক ছাতার নিচে নিয়ে আনা হবে’

জাতীয় প্রেসক্লাবের সকল সুযোগ সুবিধা চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের জন্য ব্যবস্থা করা হবে।

শুক্রবারে (৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবের সংবর্ধনা সভায় এ ঘোষণা দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হেলাল হাফিজ। তিনি বলেন চট্টগ্রাম প্রেসক্লাব এবং জাতীয় প্রেসক্লাবের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে এ সুযোগ-সুবিধা চালু করা হবে।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন সারাদেশের প্রেসক্লাবগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সভায় বক্তারা সংবাদ মাধ্যম গুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান। বলেন এখনো পর্যন্ত মিডিয়া স্বৈরাচার মুক্ত হয়নি যার কারণে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিতে সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হেলাল হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।