পটিয়ায় আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

২০০২ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবছরেও পটিয়ায় আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৫ ডিসেম্বর ২০২৪ সম্পন্ন।

পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের কর্তালা-বেলখাইনের ঐতিহ্যবাহী আবুল হোসেন চৌধুরী স্মৃতি গণপাঠাগারের উদ্যোগে অনুষ্টিত আবুল হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ গত ২৫ ডিসেম্বর, বুধবার কর্তলা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুসম্পন্ন হয়।

উক্ত পরীক্ষা পরিদর্শন করেন শিক্ষা অন্বেষা ও ইজতিহাদ পত্রিকার সম্পাদক ও পাঠাগারের পরিচালক মোঃ জসীম উদ্দিন চৌধুরী, চাম্পা স্টীল মিলস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. রাশেদুল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, সদস্য সচিব মোঃ মহিম উদ্দিন, পাঠাগারের সাধারণ সম্পাদক আলী আকবর চৌধুরী সেলিম, মো. ওয়াসিম, আব্দুর রশিদ, নেজাম উদ্দীন, শুয়াইব উদ্দীন, রাশেদ চৌধুরী, ব্যাংকার রিজুয়ানুল হক রিপন, বেলখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, নাঈম উদ্দীন প্রমুখ।

পরীক্ষা পরিচালনা দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ ইমরান উদ্দীন, তাসফিয়া তাবাস্সুম, তানভীর আহমেদ, তানজীম আহমেদ, ইফতেখার চৌধুরী, তানিম, রুনেল।