সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও বাজারে যানজট নিরসন ও এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে মোবাইলকোর্ট পরিচালনা করে বিভিন্ন আইনে ৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় ঈদগাঁও থানা পুলিশের একটি দল অভিযানে আইনশৃঙ্খলায় সহযোগীতা করেন।।

মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় ঈদগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার মনিটরিং করা হয়। এসময় যানজট নিরসন ও এলপিজি গ্যাস বেশি দামে বিক্রির অভিযোগে বিভিন্ন আইনে ৯ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে।












