গণঅভ্যুত্থানে ছাত্ররা যে ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে: ঢাবি শিবির সেক্রেটারি ফরহাদ

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাইয়ের ছাত্ররা যে ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি মাঠে অনুষ্ঠিত ৩৬ শে জুলাই মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক এস এম ফরহাদ হোসাইন একথা বলেন।

তিনি ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার কর্তৃক ছাত্র জনতার উপর জুলুম -নির্যাতনের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি আরও বলেন, এই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধদের মতো আমরাও শহীদ হতে পারতাম। কিন্তু আল্লাহ তায়ালা আমাদের প্রাণে রক্ষা করেছেন বলে এখনো বেঁচে আছি। আগামী দিনে আমরা এদেশে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনে ভূমিকা রাখবো।

মুক্ত মঞ্চের ওই সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী। কাপ্তাই উপজেলা ইসলামী ছাত্র শিবির সাধারন সম্পাদক মোঃ ইস্রাফিল সৈকতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির চন্দ্রঘোনা সাথী শাখার সভাপতি মোঃ জুনায়েদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাঙামাটি জেলা সমন্ময়ক ও জেলা ছাত্র শিবির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমির হারুন অর রশিদ, কাপ্তাই উপজেলা জামায়াত ইসলামের যুগ্ন সাধারন সম্পাদক নূর জামান প্রমুখ। মুক্তমঞ্চে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।