চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচনে মোরশেদ-আজাদ প্যানেল জয়ী

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর কার্যনির্বাহী পরিষদের নির্বচনে মোরশেদ-আজাদ পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেন।

২১ ডিসেম্বর(শনিবার) সকাল ৮ টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত  উৎসবমুখর এ নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ২৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়, তার প্রতিদ্বন্ধী  ডা. কামরুন ৃনেছা রুনা  ৯৬৪ পায় ভোট , জেনারেল সেক্রেটারী পদে মোঃ রেজাউল করিম আজাদ ভোট পেয়ে নির্বাচিত হয় , তার প্রতিদ্বন্ধী ডা. মাহ্ফুজ  রহমান  পায় ভোট।

কমিটির অনান্য  বিজয়ীরা হলেন ভাইস প্রেসিডেন্ট ডোনার ডা. কামরুন্নাহার দস্তগীর
(বিনা প্রতিদ্বন্ধীতা), ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা,  ড়া. মোহাম্মদ পারভেজ ইকবাল শরিফ, ডা. একেএম ফজলুর হক, জয়েন্ট সেক্রটারী ডোনার মোহাম্মদ শহীদ উল্লা (বিনা প্রতিদ্বন্ধীতা) জয়েন্ট সেক্রটারী হাজি জাহিদুল হাসান (বিনা প্রতিদ্বন্ধীতা) ট্রেজারার ড. মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুবউদ্দিন, অর্গানাইজিং সেক্রটারী মোহাম্মদ সাগির , স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল , ডোনার মেম্বার ইন্জিঃ জাভেদ আবছার চৌধুরী, মোহাম্মদ হারুন ইউছুপ, মেম্বার – তরিকুল ইসলাম তানবির, ডা.মোহাম্মদ আব্বাস, সাইফুল ইসলাম, ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. মোহাম্মদ সরওয়ার আলম, ডা. মোহাম্মদ ইউসুফ , ডা. শাহনেওয়াজ সিরাজ, মোহাম্মদ আবুল হাসেম, ডা. এটিএম রেজাউল করিম, মোঃ ইব্রাহিম চৌধুরী।