চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের করোনা

ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ১৪ জন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ৪ জন এবং বাকি একজন চট্টগ্রামের বাইরে নোয়াখালী জেলার।

বৃহস্পতিবার (৭ মে ) রাতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে ১৯৮ জনের নমুনা পরীক্ষার পর ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তার মধ্যে চট্টগ্রাম ১৮ জেলার । তার মধ্যে চট্টগ্রাম নগরীর ১৪ জন ও ৪ জন জেলার বাসিন্দা। বাকি অন্য একজন অন্য জেলার বাসিন্দা।

চট্টগ্রামে নতুন আক্রান্তরা হলেন, আকবরশাহ একজন মহিলা ২৪ বছর বয়সী নারী, হালিশহর রামপুরায় ৫৫ বছর বয়সী পুরুষ, একই এলাকায় ৩৮ বছর বয়সী আরো একজন পুরুষ, দক্ষিণ নালাপাড়ায় ৩৫ বছর বয়সী একজন পুরুষ বয়স, এনায়েত বাজারে ৬০ ও ৩১ বছর বয়সী দুইজন পুরুষ, ঈদগাহ (৫১) ও (৩৫) দুইজন পুরুষ, রাহাত্তারপুল একজন ১১ বছর বয়সী শিশু, পাচলাইশ এলাকায় (৪০) বছর বয়সী একজন পুরুষ বয়স , শুলকবহরে (১০) বছর একটি শিশু , কোতোয়ালি ৪৪ বছরের এক নারী এবং কর্ণেলহাট এলাকায় ৫৭ বছর বয়সী এক নারী। এছাড়া সাগরিকা এলাকায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া লোহাগাড়া উপজেলায় ৩৭ ও ৪৫ বছর বয়সী দুজন পুরুষ এবং আক্রান্ত একজন মহিলা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সাতকানিয়া উপজেলায় একজন পুরুষ বয়স (৩৮)।

এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৫৪ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কক্সবাজার থেকে করোনা পজিটিভ ৫ জন চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

লোহাগাড়ায় করোনায় প্রথম মৃত্যু কলার আড়তদার : নতুন শানাক্ত দু’স্বাস্থ্যকর্মী ও এক পুলিশ কনস্টেবল
 লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা আক্রান্ত হয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনের কলার আড়তদার। তাঁর নাম নুরুল ইসলাম (৪২)। তাঁর বাড়ী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ায। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’স্বাস্থ্যকর্মী ও এক পুলিশ কনস্টেবল। স্বাস্থ্যকর্মী দুই জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। পুলিশ কনস্টেবলের বাড়ী উপজেলার আধুনগর ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায়। মৃত সিরাজুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই জানাজার নামাজ শেষে তাদের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।
ডা : মোহাম্মাদ হানিফ জানান, বৃহস্পতিবার (৭ মে) রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে দুই স্বাস্থ্য কর্মীর রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও একইদিনে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার রিপোর্টে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনফেরত এক পুলিশ কনস্টেবলের রিপোর্ট পজিটিভ এসেছে। এই নিয়ে লোহাগাড়া উপজেলায় করোনায় প্রথমবারের মতো একজন মৃত এবং ৭ জন করোনা রোগী শনাক্ত হল।
ডা: মোহাম্মদ হানিফ বলেন, করোনায় মৃত নুরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তিনি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী নয়। নতুন আক্রান্ত দুই স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গত ২ মে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে পাঠানো হয়েছিলো। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। আর অপর আক্রান্ত পুলিশ কনস্টেবলের নমুনা সংগ্রহ করে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তাঁর শরীরে করোনা পজেটিভ আসে।
তিনি আরো জানান, গত ১৮ এপ্রিল ওই পুলিশ সদস্য কর্মস্থল ঢাকার রাজারবাগ পুলিশ লাইন থেকে উপজেলায় আধুনগর মছিদিয়ার বড়ুয়া পাড়ায় নিজের বাড়িতে ফিরেন। বাড়ি আসার পর থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাঁকে বর্তমানে হোম আইসোলেশে রাখা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশসহ আমরা তাঁর বাড়িতে যায়। পরে তার নমুনা সংগ্রহ করে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। আজ রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ ।