হালিশহর থেকে গণধর্ষণ মামলার আসামি সেতু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে দীর্ঘ এক যুগ পর নগরের হালিশহর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতু নগরের হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ছোটন বিশ্বাস প্রকাশ সেতু (৩৯)। সে চট্টগ্রাম নগরের বন্দর থানার আকমল আলী রোডের দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

তিনি আরও জানান, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১২ বছর নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সেতু।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।