সাগরকন্যা ও লেখালয়ের বিজয়ের কবিতা পাঠ ‘২৪ অনুষ্ঠিত

মিজান মনির, প্রিয় চট্টগ্রাম: আড্ডা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেটা হোক বন্ধু-বান্ধবী মিলে চায়ের আড্ডা, হোক পুরোনো বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা সাহিত্য আড্ডা। তবে সাহিত্য রচনায় আড্ডার কোন বিকল্প নেই। আড্ডা আমাদের সামাজিক বন্ধনকে মজবুত করে এবং সাহিত্য আড্ডা সাহিত্যের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। আড্ডার মাধ্যমে তৈরি হওয়া সম্পর্ক এবং সমস্যা সমাধানের উপায়গুলো আমাদের জীবনে হয়ে উঠে অপরিহার্য।

সোমবার(১৬ ডিসেম্বর) বিকাল তিনটায় সিআরবি সিরিষতলায় লেখালয় ও সাগরকন্যা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বিজয় একাত্তর ও জুলাই বিপ্লব ‘২৪ শহীদদের স্মরণে স্বরচিত লেখা পাঠ এবং আলোচনা সভায় অনুষ্ঠান সাগরকন্যা ম্যাগজিনের সম্পাদক ও লেখালয় ম্যাগজিনের উপদেষ্টা কবি মোস্তফা হায়দার এসব কথা বলেন।

উক্ত আড্ডায় পাঠকৃত স্বরচিত লেখার উপর আলোচনা করেন কবি ও সম্পাদক আব্দুল্লাহ মজুমদার।

লেখালয় ম্যাগজিনের নির্বাহী সম্পাদক কবি ও ছড়াকার শফিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখা পাঠ করেন- লেখালয় ম্যাগজিনের সম্পাদক প্রাবন্ধিক শওকত এয়াকুব, নির্বাহী সম্পাদক ছড়াকার শফিকুর রহমান সবুজ, সহযোগি সম্পাদক আজগর হোসাইন জিসান, ব্যবস্থাপনা সম্পাদক কবি কামরান চৌধুরী, ছড়াকার হোসাইন মোস্তফা, কবি ও কথাসাহিত্যিক কাজী আমির হোসেন রিপন, কবি ও ছড়াকার আবু ইউসুফ সুমন, কবি খালেদ সাইফুল্লাহ, কবি শরিফুল ইসলাম অনিক, কবি ও প্রচ্ছদশিল্পী যাওয়াদুল আলম এবং ব্যাংকার নুরুল কবির প্রমূখ।