মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মিরসরাই প্রেস ক্লাব।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ক্লাবের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোস্তফা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা বঙ্গবন্ধু দেন নাই; ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। পাকিস্তানী বাহিনীর গণহত্যার কারণে এ দেশের জনগণ নিজের জীবন বাঁচাতে, দেশ রক্ষার্থে মুক্তিযুদ্ধ করেছে। গণহত্যা থেকে বাঁচতে এদেশের প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলো। ভারতে আশ্রয় নেওয়াদের মধ্যে যারা যুদ্ধ করতে উপযোগী ছিলো তারা প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো। এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।’
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, যুগ্ন সম্পাদক মো: ইউসুফ, ইগনাইট মিরসরাইর প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট নাজমুল হাসান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহি উদ্দিন, সহ সম্পাদক মো. আরশেদ আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেদায়েত উল্ল্যাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার আজিজ, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, সাধারণ সদস্য জাবেদুল ইসলাম, শিহাব উদ্দিন শিবলু, ফ্রেন্ড সার্কেল বøাড ব্যাংক মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমন, সমাজকর্মী মো. আবদুল্লাহ। আলোচনা সভা শেষে মিরসরাই মডেল মসজিদের পেশ ইমাম তছলিম উদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন। এর আগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন প্রেস ক্লাবের সদস্যরা।