রাউজানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত

শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সৃর্যসেন স্কুলের সড়ক ও কাজী পাড়া সড়ক স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীদের নিয়ে মেরামত করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সভাপতি মো: দিদারুল আলম তালুকদার।

বুধবার (১১ ডিসম্বর) এলাকাবাসীদের নিয়ে মাটি ভরাট ও ইট কংক্রিট দিয়ে সড়ক মেরামতের কাজ করছেন শ্রমিক দল নেতা দিদারুল আলম তালুকদার। বিগত সরকারের আমলে কাজীপাড়া সড়কে একটি ইটের কণাও বসেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে রাউজান খালের পানির স্রোতে সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।এই সড়কটি চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চলছে। পাশের জমি থেকে মাটি কেটে সড়কের খানাখন্দের স্থানে কেউ মাটি ফেলছেন, কেউ ইট কংক্রিট ফেলে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করছেন।

সড়কটি মেরামতের কাজ করা স্থানীয় শ্রমিক দল নেতা মো: দিদারুল আলম তালুকদার বলেন, দীর্ঘ দুই যুগেরও বেশী সময় ধরে কাজী পাড়া সড়কটি একটি ইটের কণাও বসেনি। অযত্নে অবহেলায় পড়ে থাকলেও সংস্কারের বিষয়ে কেউ উদ্যোগ নেয়নি।দীর্ঘদিন সংস্কার না করায় এবারের বর্ষায় সড়কটির অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে।এই সড়কটি দিয়ে প্রত্যেকদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে চরম দুর্ভোগের মধ্যদিয়ে। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন নিয়ে সড়কটির ভাঙ্গা অংশ ইট পাথর বালু দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। তিনি স্থানীয় প্রশাসনের কাছে সড়কটি সংস্কারের দ্রুত উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। অপরদিকে বন্যায় ধসে পড়া সৃর্যসেন স্কুল সড়কও মেরামত করেছেন তাঁরা।ধসে পড়া সড়কের অংশে ইট ও বালু ফেলে যানচলাচলের উপযোগী করা হয়।