আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মিরসরাইয়ে ছাত্রদলের মানববন্ধন

মিরসরাই প্রতিনিধি : গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী, সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের সাথে জড়িত সকলের বিচারের দাবিতে মিরসরাই ছাত্রদলের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পাইলট স্কুলের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমরান আনোয়ার, আমিন শরিফ।

এসময় সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, ধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এমরান হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মাহিদুর রহমান চৌধুরী সাকিব, ইছাখালী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুসলিম উদ্দিন, করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হেদায়েত হোসেন, শাকিল খান, মো. তৌফিকসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত পনের বছরে স্বৈরাচার আওয়ামী লীগের আমলে ছাত্রদলের বহু নেতাকর্মী, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ নিরপরাধ মানুষ খুন ও গুমের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ও আওয়ামী পুলিশের হাতে ছাত্রদল এবং অনেক সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি দাবি তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা।