ক্যান্সারে আক্রান্ত মায়ের মৃত্যু: শেষ দেখা হয়নি কারাবন্দী সাদ্দামের

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাট): ক্লোন ক্যান্সারে আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলো প্রিয় সন্তান মোঃ রাসেল ওরফে সাদ্দাম। ওষুধ আনার পূর্বেই পুলিশের হাতে গ্রেফতার হয় সাদ্দাম। মৃত্যু শয্যায় দিনাতিপাত করে রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় দেড়টায় পরপারে চলে গেলেন মা রহিমা বেগম। নিয়তির কি নির্মম পরিহাস, মা’কে শেষ দেখাটাও দেখতে পেলনা সাদ্দাম। হৃদয় বিদারক এঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোঃ রাসেল ওরফে সাদ্দাম কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগষ্ট ২০২৪ তারিখের পূর্বে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কাপ্তাই থানা পুলিশ তাকে গত কয়েকদিন পূর্বে গ্রেফতার করে। বর্তমানে সে ওই মামলায় কারাগারে রয়েছে।

সাদ্দামের পিতা মোঃ তাজুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “সাদ্দাম সম্পূর্ণ নির্দোষ। সে ছাত্রলীগ করেছে ঠিকই, কিন্তু কখনো কোন হামলায় জড়িত ছিলনা। পুলিশ অজ্ঞাত আসামীর তালিকায় তাকে গ্রেফতার করেছে”।

এদিকে,ছেলে কারাগারে বন্দী হওয়ার খবর শুনে ক্লোন ক্যান্সারে আক্রান্ত মা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। গত কয়েকদিন যাবত তার মায়ের রক্ত বমি হতে থাকে। ছেলেকে মায়ের কাছে নিয়ে আসবে বলে কথাও দিয়েছিলেন পিতা তাজুল ইসলাম। কিন্তু কয়েকদফা চেষ্টা করার পর সর্বশেষ রোববার আবেদন করেও ছেলেকে জামিন করে আনতে পারলেন না। এরআগেই পরপারে চলে গেলেন মা রহিমা বেগম। এদিকে রোববার দুপুরে নোয়াখালীতে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
সাদ্দামের বড় বোন কান্না জড়িত কন্ঠে বলেন, “আমার ভাইকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি। গত শুক্রবার মা অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকাকালীন কাপ্তাইয়ের বড়ইছড়ি সদরে ওষুধ আনতে গিয়ে পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কাপ্তাই থানা পুলিশ কারাগারে পাঠিয়ে দেয়। মা অনেক অসুস্থ হয়ে পড়ায় অনেকের কাছে ভাইকে ছাড়াতে আকুতি মিনতি করেছি। সকলে আশ্বাস দিয়েছে আমার ভাইকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ভাই ছাড়া পাওয়ার আগেই মা চলে গেলেন”। ভাই মোঃ সাদ্দাম কারাগারে থাকায় মাকে শেষ দেখাও দেখতে পারেনি বলে কান্না জড়িত কন্ঠে তিনি কথা গুলো বলেন।
কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সে বর্তমানে কারাগারে রয়েছে।