বান্দরবানের লামায় আগুনে পুড়ে ছাই অ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি

পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামায় আগুনে পুড়ে ছাই হয়েছে অ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি।

রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা অবস্থায় এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি অ্যাম্বুলেন্স ও একটি নোহা গাড়িতে আগুন লাগে। তা দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে সেখান থেকে একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভায়। তবে তার আগেই স্থানীয় মো. আজগরের অ্যাম্বুলেন্স ও ডা. নুর মোহাম্মদের নোহাটি পুড়ে ছাই হয়ে যায়।

অ্যাম্বুলেন্সের মালিক ও চালক মো. আজগর জানান, কক্সবাজারের রোগী পৌঁছে দিয়ে রাত সাড়ে ৩টার পরে এসে বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করে বাসায় যাই। ভোরে খবর পাই গাড়িতে আগুন লেগেছে। এসে দেখি দাউ দাউ করে জ্বলছে আমার অ্যাম্বুলেন্সটি।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, পৌর বাস টার্মিনালে পাশাপাশি রাখা দুটি গাড়ি পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্তসাপেক্ষে জানা যাবে।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।