কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া থেকে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে বুধবার(৪ ডিসেম্বর) ভোরে।
আটক আসামীর নাম মো. সোহেল। আটক আসামীকে ওইদিন দুপুরে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. মাসুদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রবিউল আলম, এএসআই আলাউদ্দিন, এএসআই মনিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ওইদিন ভোরে চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়ায় বিশেষ অভিযান চালায়।
এসময় জিআর মামলা নং-৪৪৪/২১ এবং সিআর বন মামলা নং- ১২/১৭ এর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মো. সোহেল, পিতা- শাহাদাত, মদের টিলা, কাপ্তাই নতুন বাজার, থানা- কাপ্তাই, জেলা-রাঙামাটি’কে আটক করতে সক্ষম হয়। আটক আসামীকে ওইদিন দুপুরে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।