রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস,আমরা জনগণের সমর্থন নিয়েই রাস্ট্র পরিচলনার দায়িত্ব নিতে চাই । এই রাস্ট্র সুস্ট ভাবে পরিচালনা করার জন্য ৩১ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলো লক্ষ নির্দিষ্ট করেছি। রাস্ট্র সংস্কারের এই ৩১ দফাগুলো দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

৪ ডিসেম্বর (বুধবার) নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে তারেক রহমান আরো বলেন, পতিত সরকার বিগত ১৭ বছরে রাস্ট্রের সম্পদ যেভাবে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে রাস্ট্র মেরামতের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। তিনি দলিয় নেতা কর্মীদের সতর্ক করে বলেন, ৫ আগষ্টের পর অনেক বিএনপির নেতা কর্মীরা মনে করছেন আমরা ক্ষমতায় চলে এসেছি, কিন্তু না, আমরা ক্ষমতায় এখনো আসি নাই, আমরা এখনো বিরোধী দল, তাই আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে দেশের জনগণ আমাদেরকে প্রত্যাক্ষান করেন।। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, তাই আগামীর নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে।
ভোটারবিহীন নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচন এদেশের মানুষ আর মেনে নেবে না। তাই আমাদের কে ৩১ দফা রাস্ট্র সংস্কারের মাধ্যমে জনগণের আস্তা অর্জন করতে হবে। আমরা জনগণের সমর্থন নিয়ে রাস্ট্রে পরিচালনার দাযিত্ব নিতে চাই। তিনি চট্টগ্রাম বিভাগের ১০ সাংগঠনিক জেলার নেতৃবৃন্দকে বিতক্ষিত কর্মকান্ড পরিহার করে দলিয় শৃঙ্খলাবজায় রেখে কাজ করার আহবান জানান।