কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিলন কান্তি দে প্রকাশ বৈদ্য মিলনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। থানাধীন বাঙালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকার বাসিন্দা কিরন চন্দ্র দে’র পুত্র।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৮ টার সময় থানার এসআই মোঃ রোমান হোসেন, এএসআই অশোক শীল ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানাধীন ছাগলখাইয়ার বটতল এলাকা থেকে আসামী মিলন কান্তি দে প্রকাশ বৈদ্য মিলনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটক মিলন জিআর মামলা নং-২০/০৮ এর ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন সাজা এড়িয়ে সে পলাতক ছিল। পুলিশ জানায়, আটক আসামীকে বুধবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।