আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার: কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপি কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা।
গতকাল সোমবার(২ ডিসেম্বর) বিকেলে জমকালো আয়োজনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, মেলা পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সদস্য সচিব মো: সানাউল্লাহ আবু, কো—চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন, পরিচালক আরিফুল ইসলাম, আজিজুল হক সোহেল, জয়নাল আবেদীন ও হেলাল উদ্দিন চৌধুরী সহ মেলার পরিচালনা কমিটির কর্মকর্তা, সাংবাদিক এবং চেম্বার নেতৃবৃন্দ।
সমুদ্র সৈকতের পাশে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন পর্যটন গলফ মাঠে মেলা মাঠ সাজানো হয় নানা নানন্দিকতায়। রয়েছে দেশ-বিদেশ থেকে আগত নামকরা বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের স্টল। কেনাকাটার রয়েছে অপূর্ব সুযোগ। শিশুদের বিনোদনে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, জল রাইডার সহ আরো অনেক কিছু। স্থাপন করা হয়েছে খাবারের জন্য বিভিন্ন স্টল। রয়েছে ভূতের প্রদর্শনী, জাদুর মঞ্চ।
আয়োজক কমিটির সদস্য সচিব মো: সানাউল্লাহ আবু ও কো-চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটন জানান, মেলা এবার ব্যতিক্রম ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। এর আগে পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কাজের শুভ উদ্বোধন হয়।
মেলার পরিচালক জয়নাল আবেদীন জানান, মেলা এবার উপভােগ্য হবে। ভিন্নতা রয়েছে। শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। যেহেতু ৫ই আগস্ট ছাত্র-আন্দোলনে বাংলাদেশে নতুন স্বাধীনতা আসে।