পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে গণসমাবেশের আয়োজন করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে খাগড়াছড়ি সদরের মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিতির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।
এসময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিতির সাধারণ সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রামে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা, কেন্দ্রীয় মহিলা সমিতির সভাপতি কাকলি খীসা, কেন্দ্রীয় যুব সমিতির সভাপতি প্রিয় চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমাসহ সুশীল সমাজের নেতারা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল চক্রান্তের নীল নকশা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির এক তৃতীয়াংশ এখনও বাস্তবায়ন হয়নি বরং মৌলিক বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র করে পাহাড়ে সংঘাতকে উসকে দেয়ার অভিযোগ তোলা হয় এতে। চুক্তি নিয়ে যারা তালবাহানা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।