দেশের প্রতিটি দুর্যোগে ছাত্রলীগের ভুমিকা প্রশংসনীয়

ছাত্রলীগের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন কার্যক্রম উদ্বোধন করলেন রেজাউল করিম চৌধুরী

মহামারী করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এই সময়য় তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ সরফুদ্দীন সৌরভ এর হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক এম এ রায়হান আহাদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, ৮ নং শুলক বহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী। উদ্বোধন কালে সাবেক ছাত্রনেতা মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, “ছাত্রলীগের এই উদ্যোগ করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে বিশাল ভুমিকা রাখবে। দেশের প্রতিটি দুর্যোগে ছাত্রলীগের ভুমিকা প্রশংসনীয়। ছাত্রলীগের কর্মীরা এই দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিটি নেতা কর্মীকে সতর্কতার সাথে দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যেতে হবে।”
এই সময় আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা খোরশেদ আলী জনি, রবিউল ইসলাম, সোহরাব হোসেন, তৌসিফ হাসান, সৈকত বড়–য়া, দূর্জয় আচার্য, আজমূল হায়দার, মিনহাজ সাকিব ও তসলিম খাঁ প্রমুখ।