চন্দ্রঘোনায় নারী ও শিশু নির্যাতন মামলার দুই পলাতক আসামী আটক

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানা ভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১টায়।

গ্রেফতাকৃত আসামীদের ওইদিন সকালে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনারদিন রাত প্রায় ১ টার সময় এএসআই অশোক শীল, এএসআই মীর মো.মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স চন্দ্রঘোনা থানা এলাকায় অভিযান চালায়। এসময় নারী ও শিশু নির্যাতন মামলা নং-৬১/২১ এর পরোয়ানা ভূত পলাতক আসামী মো.আবু তালেব সাদ্দাম (২৮), পিতা- আঃ সালাম, সাং- কারিগর পাড়া, থানা- চন্দ্রঘোনা এবং নারী ও শিশু নির্যাতন মামলা নং-৯৮/২২ এর পলাতক আসামী মহসিন গাজী (২৮), পিতা-কুদ্দুস গাজী, সাং- শফিপুর, বাঙ্গালহালিয়া, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙামাটি’কে গ্রেফতার করা হয়।

চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল জানান, রাঙামাটি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় আসামীদের গ্রেফতার করা হয়। এবং রোববার সকালে তাদেরকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে