ফটিকছড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ আটক ১

ফটিকছড়ি থানার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ মো. মিনহাজ শেখ (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মিনহাজ শেখ মাগুরা জেলার শ্রীপুর থানার কুপুরিয়া এলাকার মো. শফিকুল শেখের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, ফটিকছড়ি পৌরসভা এলাকার একটি ভাড়া বাসায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উত্তর ধুরুংস্থ দুলাল সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে মো. মিনহাজ শেখকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানার নাজিরহাট ৮ নম্বর ওয়ার্ড মাহবুব প্লাজার ৪র্থ তলায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালানো হয়। এসময় তার (মিনহাজ) সহযোগী রুহুল আমিন আমিন কৌশলে পালিয়ে গেলেও মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিকে ৩টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার থেকে ২১ কেজি গাঁজা উদ্ধারসহ দুটি স্থান থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।