আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্যালি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সঙ্গে সংহতি প্রকাশ ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে এ র্যালি ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট ঘুরে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘Free Free Palestine’, ‘from the river to the sea, Palestine will be free’ ‘ইসরায়েলি আগ্রাসন, থামিয়ে দাও-রুখে দাও’ নানা স্লোগান দেন।
এ মিছিলের মাধ্যমে তারা ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান জানান দেন।