কাপ্তাই শীলছড়িতে ‘বড়শী রির্সোট’র ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন শীলছড়িতে ‘বড়শী রির্সোট’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে। শীলছড়িস্থ সীতা পাহাড় এলাকার মনোরম পরিবেশে ওই ‘বড়শী রির্সোটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

এরআগে ওইদিন সকালে কুরআন খতম এবং বিকালে দোয়া মুনাজাতের মাধ্যমে রির্সোটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, বড়শী রির্সোটের চেয়ারম্যান ডাঃ জন হালদার, পরিচালক রেজাউল করিম, ইমতিয়াজ হাসান, মো. রিয়াজ, ডাক্তার আজাদ, ডাক্তার ফরিদুল ইসলাম, বজলুল করিম, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বড়শী রির্সোট চেয়ারম্যান ডাক্তার জন হালদার জানান, কাপ্তাইয়ে পাহাড়, নদী, লেক ও মনোরম পরিবেশে সকল পর্যটকদের জন্য সুন্দর একটি রির্সোট অচিরেই উপহার দেওয়া হবে। কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন, কাপ্তাই উপজেলা সৌন্দর্যের রানী হিসেবে পরিচিত। বড়শী রির্সোটটি সকলের পছন্দনীয় একটি রিসোর্টে পরিনত হবে।