বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৯ নভেম্বর) বাদে জুমা নগরের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
হাজারো মানুষের বিক্ষোভ মিছিলটি নগরের দুই নম্বর গেট গিয়ে সমাবেশ করে। এ সময় ইসকন নিষিদ্ধ করা দাবিতে স্লোগান দেন হেফাজতের নেতা-কর্মীরা।
নগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী উসমানের সভাপতিত্বে বক্তব্য দেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, যুগ্ম মহাসচিব মাওলানা হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা নুরুন্নবী, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা আব্দুল্লাহ নোমান প্রমুখ।
বক্তারা ইসকন নিষিদ্ধ করার এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের ফাঁসির দাবি জানান।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া, মহানগর নেতা কলিমুল্লাহ, মাওলানা শিবলী নোমানী।