কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে।
দূর্ঘটনায় অটোরিক্সায় থাকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামের এক নারী নিহত এবং সিএনজিতে থাকা ৪ যাত্রী ও চালক সহ ৫ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের (নং- ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) সাথে বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই পাইমে মারমা নামে ওই নারী নিহত হয়। এঘটনায় সিএনজি চালক ও ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত পর্যটকবাহী বাসের চালক, হেলপার সহ গাড়িটি জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, দূর্ঘটনায় জড়িত বাসটি সহ চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।