কাপ্তাই সুইডেন পলিটেকনিকে ঝুঁকিপূর্ণ গাছ নিরাপত্তার স্বার্থে কর্তন জরুরী

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ভিতরে ৩টি মেহগনি গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোন সময় গাছ গুলি পড়ে শিক্ষার্থী সহ হতাহতের ঘটনা ঘটার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস জানান,প্রায় দু’মাস আগে গত ২৫ সেপ্টেম্বর-২৪ তারিখে গাছ কর্তনের বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।

আবেদন থেকে জানা যায়, মেহগনি ৩টি গাছ বড় ও বয়স্ক হওয়ায় এগুলির শিকড় গুলো বড় ও মোটা হয়ে পাশের ড্রেনে ফাটল দেখা দিয়েছে। বিশাল আকারে ড্রেনটি ইতিমধ্যে ফেটে গিয়ে বাঁকা হয়ে গেছে। এছাড়া গাছ গুলি মেকানিক্যাল বিভাগের পার্শ্ববর্তী হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝড় বৃষ্টির সময় যে কোন মুহূর্তে গাছ গুলি ভেঙ্গে পড়ে শিক্ষার্থীদের মাঝে দূর্ঘটনার ঘটার আশঙ্কা করা হচ্ছে।

ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব) সরকারি প্রতিষ্ঠানের স্বার্থে অতি জরুরী ভাবে মেহগনি গাছ ৩টি কর্তন করে সিভিল উড বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক কাজে দেওয়ার জন্য অনুরোধ করেন আবেদনে।

কাপ্তাই উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির সদস্য সচিব ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী জানান, সরকারি স্থাপনার গাছ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্তন বা অপসারণ করা যাবে না। যা উপজেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির অনুমতি লাগবে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ গত ২৬ নভেম্বর সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অনুষ্ঠানে গেলে এক ফাঁকে প্রতিষ্ঠান প্রধান সরেজমিনে গাছগুলো তাকে দেখান। এবং ইউএনও বিষয়টি দেখবে বলে তাকে জানান।