সংস্কারের অভাবে ভাঙ্গনের মুখে কাপ্তাই মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাইয়ের বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলাকাধীন শিল্প এলাকায় স্থাপিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রটি ভাঙ্গনের মুখে পড়েছে। যেকোন সময় কেন্দ্রটি ভেঙ্গে পাশের গভীর খাদে পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই বিএফআইডিসি এলাকার মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রটি ২০০৩ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই কেন্দ্রটি তাদের নিজস্ব কোন জমি নয়। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এটি সংস্কার কাজে ব্যবহারকারী প্রতিষ্ঠানের কোন অর্থ ব্যয় করার বিধান নেই বলে জানান রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। প্রতিষ্ঠানটি কাপ্তাই বিএফআইডিসি কর্তৃক প্রায় ৪০ বছর আগে সামাজিক বিভিন্ন কাজের জন্য নির্মিত হয়েছিল। ওই জায়গার প্রকৃত মালিক বিএফআইডিসি।

এবিষয়ে কাপ্তাই বিএফআইডিসির এলপিসি শাখা ইউনিট প্রধান তীর্থ জিৎ রায় জানান, এটা বিএফআইডিসির সম্পত্তি। তবে এটি সংস্কার করার জন্য তাদের প্রতিষ্ঠানের কোন অর্থ নেই। গণশিক্ষা কেন্দ্রটিতে এলাকার ছোট ছোট শিশুরা পড়া লেখা করছে। কোন প্রতিষ্ঠান যদি নিজ উদ্যাগে ওই কেন্দ্রের সংস্কার করে তাহলে আমাদের কোন আপত্তি নেই। মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মো. কবির হোসেন বলেন, দীর্ঘ ২২ বছর যাবত গণশিক্ষা কার্যক্রম পরিচালোনা করে আসছি। এখানে কোমলমতি শিশুদের বাংলা, আরবী, ইংরেজি, অংক, স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সুনামের সাথে পাঠদান করে আসছি। বর্তমানে কেন্দ্রটির একপাশে মাটি ধসে হুমকির মুখে পড়েছে। ছোট শিশুদের পাঠদান করতে গিয়ে ভয়ে থাকতে হয়। তাই ভাঙ্গন প্রতিরোধে যে কোন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি সংস্কার করে অসহায়, গরীব ছেলে-মেয়েদের শিক্ষার সুযোগটি অব্যাহত রাখার আহবান জানান।