কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ সংবর্ধিত

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ এশিয়ান লিডারশিপ এ্যাওয়াড পাওয়ায় ফুলেল সংবর্ধনা দেয়া হয় গত সোমবার (২৫ নভম্বর) রাতে।

কাপ্তাইয়ের ৬নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মো. ইউসুফকে এই ফুলেল সংবর্ধনা দেয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো.মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের দুলাল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মো.আবু বক্কর ছিদ্দিক আবু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.ফারুক খান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সাইজ উদ্দিন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।