আনোয়ারায় ডাকাতি মামলার আসামি সেনাবাহিনীর হাতে আটক

চট্টগ্রামের আনোয়ারায় একাধিক ডাকাতি মামলার আসামি ‘ট্যাটু সোহেল’ (২৫) সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে টহলরত সেনাবাহিনী দেখে পালানোর চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইরতিজা জানান, “সেনাবাহিনীর টহল দল দেখে সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক ডাকাতি এবং ব্যাংক ডাকাতির মামলা রয়েছে।”

পরে সোহেলকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।