স্বাস্থ্যবান জাতি গড়তে শিশুদের খাদ্যাভাস, আধুনিক জীবনাচার এবং মানসিক স্বাস্থ্যের সুরক্ষায় জোর দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি স্কুল পর্যায়ে শিশুদের যেকোন মানসিক সমস্যা সমাধানে কাউন্সেলিং এ জোরারোপ করেন।
শনিবার ৯২৩ নভেম্বর) নগরীর চট্টগ্রাম ক্লাবে পেডিকেয়ার হসপিটালের উদ্যোগে সিটি মেয়রকে সংবর্ধনা ও গেট টু গেদার অনুষ্ঠানে চিকিৎসক এবং শিশু বিশেষজ্ঞের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন দেশের খ্যাতনামা চিকিৎসক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র বলেন, স্কুল হেলথের যে কথাগুলো আমাদের ডাক্তাররা বলেছেন সেখানে আমি বারবার বলেছি যে সকালের খাবারের উপর নজর দিতে হবে। কারণ যখন বাচ্চারা সকালে স্কুলে যায় তাদের বিকাল পর্যš স্কুলে থাকতে হয়। কাজে সকালে যদি বাচ্চারা পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পায় তাহলে তাদের ব্রেইনটা ঠিকমত কাজ করবে না। বাচ্চাদের চিপস, চকোলেট, ফাস্টফুড দেয়ার পরিবর্তে স্বাস্থ্যকর খাবার দেয়া উচিৎ অভিভাবকদের।
তিনি বলেন, অন্তত একটা ডিম, কলা কিংবা দুধ এই জিনিসগুলো সকালে তারা খেয়ে আসছে কিনা এ জিনিসটা নিশ্চিত করতে হবে। আর স্কুলে আমি চিন্তাভাবনা করছি একটা মিডডে মিল যদি দেয়া যায় তাহলে ভাল হয়। অনেক অটিস্টিক বাচ্চা আছে আমরা হয়তো বুঝতে পারি না। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে পরীক্ষার মধ্যে আনতে হবে। অনেক স্কুলে দেখা যায় কোন চাইল্ড সাইকোলজিস্ট নাই যেটা খুবই জরুরি। বাচ্চাদের যখন চিকিৎসা করি ওই জিনিসটাকে আমরা সবসময় উপলব্ধি করি। যে স্কুলগুলিতে প্রচুর পরিমাণ টাকা নেওয়া হয় একটা শিক্ষার জন্য সেখানেও কিন্তু চাইল্ড সাইকোলজিস্ট আমি দেখি না। কাজে সব মিলিয়ে আমাদের যখন একটা বাচ্চাদের জায়গায় আমি চিকিৎসা করব ওই সবকিছুকে নিয়েই কিন্তু আমাকে চিকিৎসা করতে হবে। এই জিনিসগুলো আমি আস্তে আস্তে ক্রমান্নয়ে উন্নতি করার চিন্তা ভাবনা করছি প্রতিটি স্কুলে।
অনুষ্ঠানে পেডিকেয়ার হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ ফাহিম হাসান রেজা’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মাহমুদ এ চৌধুরী আরজু, প্রফেসর ডাঃ বদরুল আলম, প্রফেসর ডাঃ ওয়াজির আহমদ, প্রফেসর ডাঃ দিদারুল আলম, প্রফেসর ডাঃ চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রফেসর ডাঃ সৈয়দ মেজবাউল হক, প্রফেসর ডাঃ প্রণব কুমার চৌধুরী , প্রফেসর ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, প্রফেসর ডাঃ এ জে এম সাদেক, প্রফেসর ডাঃ ঝুলন দাশ শর্মা, প্রফেসর ডাঃ এ কে এম রেজাউল করিম, প্রফেসর ডাঃ সনৎ কুমার বড়ুয়া, ডাঃ শাহেদ ইকবালসহ চট্টগ্রামের শিশু চিকিৎসক বৃন্দ।