কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ ৩ জনকে আটক করেছে গত শনিবার সন্ধ্যায়।
এসময় মদ পাচার কাজে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃতদের বরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
থানা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. মাসুদের নির্দেশে এসআই মোঃ দেলোয়ার হোসাইন, এএসআই রবিউল আলম, এএসআই মোঃ আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স গত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় থানা সংলগ্ন শীলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শীলছড়ি ভেলুয়া পাড়ার লিচুবাগানগামী সড়কের কালভাটের উপর থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ পংকজ দত্ত (৪৩), পিতা মৃত-রনজিত দত্ত, সাং- ইমাম উল্লাহর চর, সারোয়াতলী, বোয়ালখালী, চট্টগ্রাম, বিমল মজুমদার(৪৩), পিতা- শিব হরি মজুমদার, সাং- রাইখালী বাজার, থানা- চন্দ্রঘোনা, রাঙামাটি এবং জুয়েল দাশ(৪১), পিতা- প্রিয়তোষ দাশ, সাং-বিদগ্রাম, পোফাদিয়া, বোয়ালখালী, চট্টগ্রাম’কে আটক করা হয়।
এসময় মদ পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রোববার সকালে তাদের রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে থানার ওসি জানিয়েছেন ।