কাপ্তাই সুইডেন পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদ মিছিল

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে রবিবার (২৪ নভেম্বর) দুপুরে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল থেকে শিক্ষার্থীরা গত ২২ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নির্মম হামলার প্রতিবাদ জানান।