মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেল ১১৫ শিক্ষার্থী

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের বৃত্তি পেল ১১৫ জন শিক্ষার্থী।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মিরসরাই কলেজ অডিটরিয়ামে সংগঠনটির ১৫তম শিক্ষোন্নয়ন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ প্রাইজ বন্ড বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক কাষ্টমস্ এন্ড ভ্যাট কমিশনারেট বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড় উপদেষ্টা মির্জা জসীম উদ্দিন প্রমুখ।

সবশেষে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ মিরসরাইসহ পাশ^বর্তী সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থীর মাঝে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট ও নগদ প্রাইজ বন্ড তুলে দেনে অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের ২০২৪ সালে শ্রেষ্ঠ সংগঠক দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত: ২০০৪ সালে শান্তিনীড় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে।