মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের বৃত্তি পেল ১১৫ জন শিক্ষার্থী।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মিরসরাই কলেজ অডিটরিয়ামে সংগঠনটির ১৫তম শিক্ষোন্নয়ন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ প্রাইজ বন্ড বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম এবং দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, সাবেক কাষ্টমস্ এন্ড ভ্যাট কমিশনারেট বিভাগীয় কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, শান্তিনীড় উপদেষ্টা মির্জা জসীম উদ্দিন প্রমুখ।
সবশেষে ১৫তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ মিরসরাইসহ পাশ^বর্তী সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থীর মাঝে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট ও নগদ প্রাইজ বন্ড তুলে দেনে অতিথিরা। এছাড়াও শান্তিনীড়ের ২০২৪ সালে শ্রেষ্ঠ সংগঠক দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত: ২০০৪ সালে শান্তিনীড় প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে।