মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় জোনের সিপাহী শহীদ আফজাল হলে এক প্রীতিভোজ ও সধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্নর অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এতে আরও বক্তব্য রাখেন ৪১ ওয়াগ্গা বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। এসময় দেশের কল্যাণ ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে, সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন, পদস্থ কর্মকর্তা, ছাপ্পান্ন বেংগলের অফিসার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সৈনিকগন উপস্থিত ছিলেন।