কক্সবাজার জেলার উপজেলা কুতুবদিয়া উপজেলার গর্ব, সর্বজন শ্রদ্ধেয় মরহুম মাস্টার তালেব উল্লাহর জ্যেষ্ঠ সন্তান অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসাবে হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ইতিপূর্বে তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সচিব, তথ্যসচিব, খনিজ ও জ্বালানি মন্ত্রানালয়ের সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন।