সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে প্রবাসী মোহাম্মদ আলমের খামার থেকে গরু চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ নভেম্বর) গভীর রাতে ইউনিয়নের নুতন মাহাল এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, সদর উপজেলার চৌফলদণ্ডী নুতন মাহাল গ্রামের নুর মোহাম্মদের ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ আলম তার বসত ভিটায় একটি গরুর খামার করে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু লালন পালন করে আসছে। প্রবাসে ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও দেশের যুব সমাজকে অনুপ্রেরণা, বেকার যুবকের কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি করাই ছিল তার লক্ষ্য। ঘটনার দিন গভীর রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি চক্র খামার থেকে ২টি বড় গরু চুরি করে ডাম্পার যোগে নিয়ে যায়। গরু দুইটির মুল্য আনুমানিক ৬ লক্ষ টাকা হতে পারে বলে তিনি দাবী করছেন।
খামার মালিক প্রবাসী মোহাম্মদ আলম জানান, গভীর রাতে খামার থেকে সব চেয়ে বড় গরু ২ দুটি চুরি করে নিয়ে যায়। এই চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। তিনি গরু উদ্ধার ও চোর সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
চৌফলদন্ডী ইউপি মেম্বার এহেছানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরু দুইটি অনেক বড়, এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় অভিযোগ করা হয়েছে।