চট্টগ্রামে অস্ত্রসহ ২ যুবক আটক

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার গয়নাছড়া এলাকা থেকে একটি দোনলা বন্দুকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ভোরে হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থান থেকে বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলো- মো. আলমগীর (৩০) ও আব্দুস সাত্তার সোহেল (৪০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে জানান, হাজী ক্যাম্পের পরিত্যক্ত কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ আলমগীর ও আব্দুস সাত্তার সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় গত ২৪ ও ২৫ অক্টোবর গ্রেপ্তার দুইজন দিনেদুপুরে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় সন্ত্রাসী কার্যক্রম করেছিল। তাদের বিরুদ্ধে নগরের পাহাড়তলী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।