আনোয়ারায় অভিযানে তিন মাদক সেবনকারী-ব্যবসায়ী আটক

চট্টগ্রামের আনোয়ারায় বারখাইন ইউনিয়নস্থ তৈলারদ্বীপ গ্রাম থেকে মোঃ বাবুল (৫৫), মোঃ আলম (৫০) ও মোঃ আরাফাত (২৩) নামের তিন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৬) নভেম্বর বিকালে আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে তাদের উক্ত গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা উক্ত গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃত তিনজন স্থানীয় পেশাদার মাদক ব্যবসায়ী ও সেবনকারী। এলাকায় বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে ও সেবন করে থাকে। প্রতিদিনের মতো এলাকায় মাদক সেবন অবস্থায় স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁরা তিনজনকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। এসময় তাদের থেকে জাল টাকা, চাকু, বাটাল, গাজা, তামাক পাতা, গাজা খাওয়ার কলকি, নেশা করার ফুয়েল পেপার ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ নাফিস সাদিক রিফাত জানান, এলাকায় মাদক সেবন করার অভিযোগে তিন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। পরে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।