কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনায় বসবাসরত আব্দুল কাদেরের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার এএসআই মো. সেলিম সিরাজ মজুমদার, এএসআই রবিউল আলম, এএসআই হাইসিং মং মারমা ও সঙ্গীয় ফোর্স সীতাকুন্ড থানাধীন এলাকায় অভিযান চালায়। এসময় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বুধবার সকালে পুলিশ পাহারায় রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে ওই আসামীকে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানায়।