মিরসরাই পৌরসভার সাবেক মেয়রসহ ৯৮ জনের নামে মামলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাদি হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি (নং- ১০) দায়ের করেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জানুয়ারি মিরসরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের নাজিরপাড়ায় দলীয় কর্মসূচী শেষ করে ফেরার পথে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে মিরসরাই পৌরসভার তৎকালীন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা ও ভাংচুর করে। এতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তখন প্রাণনাশের হুমকি দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর মামলা দায়ের করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়ি বহরে ভাংচুরের ঘটনায় মঙ্গলবার (১২ নভেম্বর) মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।